বিয়ের পর পুরোদস্তুর সংসারে ডুবে আছেন আনিকা কবির শখ। তাই অভিনয়ে দেখা যায় না তাকে। গেল বছর ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন তিনি। মাতৃত্বের সময়টা এখন বেশি উপভোগ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
আগের মতো পর্দায় উপস্থিতি নেই শখের। তবে এবার রোজার ঈদে ‘ফাটাফাটি প্রেম’ নামে একটি নাটকে দেখা যাবে তাকে। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। গত মাসে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ হয়েছে।
এই নাটকের মাধ্যমে তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। শখ বলেন, ‘তিন বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। খুব ভালো লাগছে। সহকর্মীরা আরও আন্তরিক হয়েছেন বলেই মনে হলো। আমি যখন সন্তানসম্ভবা তখনই পরিচালক রিপন ভাই আমাকে বলেছিলেন, নাটকে ব্যাক করলে তার মাধ্যমেই যেন করি। তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। সব মিলিয়ে কাজটা করলাম।’
নাটকে শখের বিপরীতে অভিনয় করেছেন নেয়ামত ভূঁইয়া। এটি কোথায় প্রচার হবে— সে বিষয়ে এখনও কোনো তথ্য জানানো হয়নি।