অনলাইন ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী মডেল থানায় কর্মরত চৌকস পুলিশ কর্মকর্তা, অপরাধ জগতের আতঙ্ক, এ এস আই সুমন হাওলাদার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মাহাবুদ্দীন খানের (বিপিএম বার) কাছ থেকে মাসিক অপরাধ সভায় পুরষ্কৃত হন।
ইতোপূর্বে সে বিভিন্ন অপরাধীদের হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি মাদক মামলার আসামীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। বরিশালের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রশংসিত হয়েছেন সর্বমহলে। তার এ ধরনের কার্যক্রম অব্যাহত আছেন বলে জানা যায়।