বরিশাল নগরীর ইয়াবা বিক্রেতা জাহিদ হোসেন কালুকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সোমবার (৮ জুলাই) বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কালু কাউনিয়া পলাশপুর গুচ্ছগ্রাম এলাকার সাহেব আলী হাওলাদারের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ অক্টোবর মহানগর গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ আহমেদ ফোর্স নিয়ে গুচ্ছগ্রামের এক বাসায় অভিযান চালিয়ে দুইশ’ পিস ইয়াবাসহ কালুকে আটক করে মামলা দায়ের করেন। একই বছর ২৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন একমাত্র কালুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।