Exif_JPEG_420

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমির সীমানার দ্বন্দে প্রতিপক্ষের হামলায় হেলাল তালুকদার (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গত ৪ দিন ধরে ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে। হেলাল তালুকদার উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের সৈয়দ তালুকদারের ছেলে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দ তালুকদারের জমির সীমানায় লাগানো একাধিক সুপারী গাছের মধ্যে দুটি সুপারী গাছ সম্প্রতি তার চাচাতো ভাই হাবিব তালুকদার দাবি করে আসছে। এঘটনায় গত বুধবার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় হাবিব তালুকদার ও তার তিন ছেলে রুম্মান, সুমন, হাসান হেলাল তালুকদারকে এলোপাথারী পেটায়। এতে হেলাল তালুকদারের মাথা ফেটে যায়। পরে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এব্যপারে হাবিব তালুকদার সীমানার দুটি সুপারী গাছ তার দাবি করে বলেন, আমার ছেলে সুমনকেও তার পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে।

স্থানীয় সমাজ সেবক মো. শাহীন তালুকদার বলেন, জমির সিমানার দ্বন্দে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here